আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পারমাণবিক অস্ত্র রাখা নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে অর্থনৈতিক জোট জি-৭। বিবৃতিতে বলা হয়েছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। খবর আল জাজিরার।
আল জাজিরা জানায়, এমন এক সময়ে জিু৭ এর বিবৃতিটি এল যখন ইরান ও ইসরাইল স্মরণকালের সবচেয়ে তীব্র সংঘাতে জড়িয়েছে। এই সংঘাতে ইসরাইলের পক্ষ নিলো জিু৭। অর্থনৈতিক এই জোটে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য।
এদিকে জিু৭ সম্মেলন থেকে তড়িঘড়ি করে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন। একই সঙ্গে ট্রাম্প তেহরানে থাকা সব মার্কিনিদের যত তাড়াতাড়ি সম্ভব দেশ ইরান ছাড়ার নির্দেশ দিয়েছন।
একজন মার্কিন কর্মকর্তা জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমানোর লক্ষ্যে ট্রাম্পকে একটি খসড়া বিবৃতিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হলেও তিনি তা করেননি। তারপরও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য ট্রাম্প উদ্যোগ নিতে পারেন।
ইরানের পারমাণবিক অস্ত্র রাখা নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে অর্থনৈতিক জোট জি-৭। বিবৃতিতে বলা হয়েছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। খবর আল জাজিরার।
আল জাজিরা জানায়, এমন এক সময়ে জিু৭ এর বিবৃতিটি এল যখন ইরান ও ইসরাইল স্মরণকালের সবচেয়ে তীব্র সংঘাতে জড়িয়েছে। এই সংঘাতে ইসরাইলের পক্ষ নিলো জিু৭। অর্থনৈতিক এই জোটে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য।
এদিকে জিু৭ সম্মেলন থেকে তড়িঘড়ি করে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন। একই সঙ্গে ট্রাম্প তেহরানে থাকা সব মার্কিনিদের যত তাড়াতাড়ি সম্ভব দেশ ইরান ছাড়ার নির্দেশ দিয়েছন।
একজন মার্কিন কর্মকর্তা জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমানোর লক্ষ্যে ট্রাম্পকে একটি খসড়া বিবৃতিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হলেও তিনি তা করেননি। তারপরও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য ট্রাম্প উদ্যোগ নিতে পারেন।
ভারতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।
০১ জুলাই ২০২৫