আমার শহর ডেস্ক

গাজা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক মিশন ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’র অংশ হিসেবে যাত্রা করেছিলেন বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। অভিযানে অংশগ্রহণকালে ইসরায়েলি বাহিনী তাকে আটক করেছে।
আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওবার্তায় এ তথ্য জানান শহিদুল আলম নিজেই।
ভিডিওতে তিনি বলেন, আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় যারা গাজায় গণহত্যা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন করছি।”
জানা গেছে, শহিদুল আলম ‘কনশান্স’ নামের একটি জাহাজে রয়েছেন।
এর আগে, মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে শহিদুল আলম জানান, তারা খুব শিগগিরই ‘রেড জোন’—অর্থাৎ সেই বিপজ্জনক এলাকায় প্রবেশ করতে যাচ্ছেন, যেখানে অতীতে ইসরায়েলি বাহিনী ‘সুমুদ ফ্লোটিলা’কে থামিয়ে অধিকারকর্মীদের আটক করেছিল।
শহিদুল আলমের সর্বশেষ ভিডিওবার্তা থেকে ধারণা করা হচ্ছে, ফ্লোটিলা কোয়ালিশনের সদস্য হিসেবে তার বর্তমান অবস্থান আন্তর্জাতিক জলসীমায় হলেও, ইসরায়েলি বাহিনী সেখানে হস্তক্ষেপ করে তাকে অপহরণ করেছে। এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট অবস্থান ও অবস্থা নিশ্চিত হওয়া যায়নি।

গাজা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক মিশন ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’র অংশ হিসেবে যাত্রা করেছিলেন বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। অভিযানে অংশগ্রহণকালে ইসরায়েলি বাহিনী তাকে আটক করেছে।
আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওবার্তায় এ তথ্য জানান শহিদুল আলম নিজেই।
ভিডিওতে তিনি বলেন, আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় যারা গাজায় গণহত্যা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন করছি।”
জানা গেছে, শহিদুল আলম ‘কনশান্স’ নামের একটি জাহাজে রয়েছেন।
এর আগে, মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে শহিদুল আলম জানান, তারা খুব শিগগিরই ‘রেড জোন’—অর্থাৎ সেই বিপজ্জনক এলাকায় প্রবেশ করতে যাচ্ছেন, যেখানে অতীতে ইসরায়েলি বাহিনী ‘সুমুদ ফ্লোটিলা’কে থামিয়ে অধিকারকর্মীদের আটক করেছিল।
শহিদুল আলমের সর্বশেষ ভিডিওবার্তা থেকে ধারণা করা হচ্ছে, ফ্লোটিলা কোয়ালিশনের সদস্য হিসেবে তার বর্তমান অবস্থান আন্তর্জাতিক জলসীমায় হলেও, ইসরায়েলি বাহিনী সেখানে হস্তক্ষেপ করে তাকে অপহরণ করেছে। এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট অবস্থান ও অবস্থা নিশ্চিত হওয়া যায়নি।