আমার শহর ডেস্ক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এ বছর টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই ছুটির ধারাবাহিকতা শুরু হচ্ছে।
আগামী ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর দিন রয়েছে সরকারি ছুটি। এরপর শুক্রবার ও শনিবার (৩ ও ৪ অক্টোবর) পড়েছে সাপ্তাহিক ছুটি। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটিতে থাকবেন সরকারি কর্মচারীরা।
এদিকে, আগামীকাল রোববার শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হলেও সেদিন সরকারি ছুটি নেই। তবে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।
শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির ব্যবধান ভিন্ন হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বর্ষপঞ্জিতে মহালয়ার জন্য ছুটি নির্ধারিত না থাকলেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী অনেক প্রতিষ্ঠানে সেদিন ছুটি থাকবে। ফলে কোথাও পাঠদান চলবে, আবার কোথাও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এ বছর টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই ছুটির ধারাবাহিকতা শুরু হচ্ছে।
আগামী ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর দিন রয়েছে সরকারি ছুটি। এরপর শুক্রবার ও শনিবার (৩ ও ৪ অক্টোবর) পড়েছে সাপ্তাহিক ছুটি। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটিতে থাকবেন সরকারি কর্মচারীরা।
এদিকে, আগামীকাল রোববার শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হলেও সেদিন সরকারি ছুটি নেই। তবে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।
শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির ব্যবধান ভিন্ন হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বর্ষপঞ্জিতে মহালয়ার জন্য ছুটি নির্ধারিত না থাকলেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী অনেক প্রতিষ্ঠানে সেদিন ছুটি থাকবে। ফলে কোথাও পাঠদান চলবে, আবার কোথাও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে। এই বিধান রেখে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পৃথক ব্যালট পেপারে চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে হবে এই গণভোট।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ নভেম্বর (শনিবার) মক ভোটিং (পরীক্ষামূলক ভোট)র আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
২ দিন আগে
গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
২ দিন আগে