আমার শহর ডেস্ক

কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “বাংলাদেশ এখন একটা গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। “দেশে একটা নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী, কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা মনে করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে, ভালো আছি। এখন এমন কোনো পরিস্থিতি নাই, যেখানে নির্বাচন ব্যাহত হবে। “বিএনপি বিশাল রাজনৈতিক দল, এটা একটা ধলেশ্বরী নদীর মত, এখানে কিছু তো সমস্যা হবে। এটা বরাবরই হয়ে আসছে, এটাতে কোনো সমস্যা নাই। এসব হওয়াতে বোঝা যায়, বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল।” সভায় জেলার বিভিন্ন স্তরের আইনজীবীরা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুলসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “বাংলাদেশ এখন একটা গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। “দেশে একটা নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী, কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা মনে করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে, ভালো আছি। এখন এমন কোনো পরিস্থিতি নাই, যেখানে নির্বাচন ব্যাহত হবে। “বিএনপি বিশাল রাজনৈতিক দল, এটা একটা ধলেশ্বরী নদীর মত, এখানে কিছু তো সমস্যা হবে। এটা বরাবরই হয়ে আসছে, এটাতে কোনো সমস্যা নাই। এসব হওয়াতে বোঝা যায়, বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল।” সভায় জেলার বিভিন্ন স্তরের আইনজীবীরা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুলসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে। এই বিধান রেখে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পৃথক ব্যালট পেপারে চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে হবে এই গণভোট।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ নভেম্বর (শনিবার) মক ভোটিং (পরীক্ষামূলক ভোট)র আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১ দিন আগে
গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
১ দিন আগে