গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ

আমার শহর ডেস্ক
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৩: ৪২
Thumbnail image

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুমিল্লার ১৭টি উপজেলায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, হেফাজতে ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে সংগঠনগুলো।

আমাদের মুরাদনগর প্রতিনিধি জানান, ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর হেফাজতে ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী,স্থানীয় ওলামা মাশায়েখ ও হুফফাজ পরিষদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,সাধারণ ছাত্র-জনতাসহ সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ করেন মিছিলে।

উপজেলা গেট সামনে থেকে যাত্রা শুরু করে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ কর, করতে হবে ইত্যাদি নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়ে

প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ইসরায়েলের পতাকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। পরে আল্লাহু চত্বরে হাজার হাজার তৌহিদি জনতার উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ইসরায়েল হায়েনার মতো আমাদের মুসলিম ভাইদের ওপর হামলা করেছে। তারা শিশু, নারী, পুরুষ সকলের ওপর বর্বর হত্যাযোগ্য চালিয়েছে। কিন্তু মুসলিম উম্মাহ এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা পুরো জাতির জন্য লজ্জা এবং পরিপূর্ণ মুনাফিকের লক্ষণ প্রকাশ করে। বক্তারা সমস্ত উম্মাহকে এক হয়ে দ্রুত ফিলিস্তিনি ভাইদের সহায়তায় এগিয়ে আসার জন্য বলেন এবং মুসলিম ভাইদেরকে ইসরাইলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান।

হোমনা প্রতিনিধি জানান, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদ এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের দাবিতে কুমিল্লার হোমনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

1000014914

সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে গতকাল সোমবার সকাল দশটায় হোমনা উপজেলার সর্বস্তরের জণগণের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাজার হাজার মানুষের অংশগ্রহণে মিছিলটি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা বাসষ্ট্যান্ড সংলগ্ন ঢাকা-হোমনা সড়কে অবস্থান কর্মসূচি পালন করে। এতে বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ বিক্ষোভ করেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী জনতা ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এসময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের দাবি ও গণহত্যার প্রতিবাদ এবং সারাবিশ্বের হরতালের সমর্থন ও ইসরাইল পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা পশ্চিম জেলার ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা তাইজুল ইসলাম, হোমনা উপজেলা শাখার জামায়াতে ইসলামির নির্বাচন ও প্রশাসনিক বিভাগের কর্মপরিষদ সদস্য কাজী ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইজুদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. ইউসুফ, মো.ইউনুছ ও মো. রিয়াজুল হক প্রমুখ।

নাঙ্গলকোট প্রতিনিধি জানান, নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে সোমবার বিকেলে নাঙ্গলকোট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে পৌরবাজার প্রদক্ষিণ করে বটতলায় শেষ হয়। নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে বটতলায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জামায়াতে ইসলামী সেক্রেটারী ড. সৈয়দ সরওয়ার সিদ্দিকী, নাঙ্গলকোট পৌরসভা জামায়াতে ইসলামী আমির হারুনুর রশিদ।

nangalkot

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফোডারেশন সহ-সভাপতি মাস্টার আবদুল করিম, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন, মাওলানা ইউছুফ আলী, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী নুরুল ইসলাম হাছান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা সেক্রেটারী অ্যাডভোকেট আনোয়ার হোসেন, নাঙ্গলকোট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ওমর ফারুক মিয়াজীসহ, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ।

চৌদ্দগ্রাম প্রতিনিধি জানান, যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।

সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় মিছিলের নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মুহাম্মদ ইব্রাহিম, নায়েবে আমির কাজী এয়াছিন, উপজেলা কর্মপরিষদ সদস্য সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মহসিন কবির, উপজেলা শিবির সভাপতি মোজাম্মেল হকসহ জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে। তারা নৃশংসভাবে হামলা চালিয়ে নিষ্পাপ শিশুসহ নারী-পুরুষের ওপর বিমান হামলা করছে। এতে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। অথচ বিশ্ব বিবেক এখন ঘুমাচ্ছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

বরুড়ার লক্ষীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের উদ্যোগে বিক্ষোভ মিছিল।

বরুড়া প্রতিনিধি জানান, বরুড়ার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে সর্বস্তরের জনগণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ একই ব্যানারে এসে বিক্ষোভ করে। এসময় কুমিল্লা-চাঁদপুর সড়কে যানজট সৃষ্টি হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত