বিজয়াদশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠে বিবাহিত হিন্দু মহিলারা

তাপস চন্দ্র সরকার
Thumbnail image

বিজয়া দশমী মানেই মাকে বিদায় জানানোর দিন। দশমী তিথিতে পূজা, অঞ্জলী ও দর্পণ বিসর্জনের পর সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। পূজোর শেষ দিনে দেবীকে মিষ্টিমুখ করিয়ে সিঁথিতে সিঁদুর ও পায়ে আলতা পরিয়ে বিদায় জানান বিবাহিত নারীরা।

তারই ধরাবাহিকতায় বৃহস্পতিবার (২রা অক্টোবর) সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার প্রতিটি পূজামণ্ডপে মায়ের বিদায়বেলায় স্বামীর মঙ্গল চেয়ে একে অপরকে ললাটে বা ভাগ্যস্থানে সিঁদুর পরানোর খেলায় মেতে ওঠে বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা।

এদিকে, জেলা ঐক্য পরিষদ নেতা এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- শাদীয় দুর্গাপুজো বিজয়া দশমী, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভক্তরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা করে শান্তি, সমৃদ্ধি আর সুখের জন্য। হিন্দু বিবাহিত নারীরা স্বামীর মঙ্গলার্থে একে অপরের কপালে সিঁদুর পরিয়ে রাঙিয়ে দিচ্ছেন। দশমীর আনুষ্ঠানিকতার পর দর্পণ বিসর্জন শেষে বেঁজে ওঠে দেবী দুর্গার বিদায়ের সুর। তিনি আরও বলেন- আশা করছি সমাজের সকল অসুর শক্তিকে বধ করে পৃথিবীতে মা বয়ে আনবে শান্তি। দুর্গাপুজো হলো অশুভের বিরুদ্ধে বিজয়ের উৎসব। প্রতি বছর বিজয়া দশমীতে দেবী দুর্গা তাঁর স্বামীর কাছে কৈলাশ পর্বতে শ্বশুর বাড়িতে ফিরে যান বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত