আমার শহর ডেস্ক

সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শহরের সিটি ড্রিম কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমন্বয় সভায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঙ্গে সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুকের প্রকাশ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সারজিস আলমকে তাঁর চেয়ার ছেড়ে মঞ্চে উঠে এসে ছাত্র নেতাকে নিবৃত্ত করতে হয়।
এনসিপির সমন্বয় সভা চলাকালীন, প্রধান অতিথি সারজিস আলমের বক্তৃতার শেষ দিকে হঠাৎ সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে থাকা এনসিপি নেতাদের উদ্দেশ করে ফারুক সরাসরি অভিযোগের সুরে বলেন, “এরা দালাল, ছাত্রলীগ ও জামায়াতের সঙ্গে জড়িত।” এই মন্তব্যের পরই সভায় তীব্র উত্তেজনা তৈরি হয়।
সারজিস আলম তখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ফারুককে 'প্রেস কনফারেন্স শেষে কথা বলার' জন্য আহ্বান জানান। তবে ফারুক আরও উত্তেজিত হয়ে উঠলে সারজিস আলম চেয়ার ছেড়ে উঠে এসে ছাত্র প্রতিনিধিকে মঞ্চের এক পাশে নিয়ে গিয়ে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে সারজিস আলম উপস্থিত সাংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন। সভায় এনসিপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, জেলা কমিটির সমন্বয়কারী জাহিদ তালুকদারসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শহরের সিটি ড্রিম কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমন্বয় সভায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঙ্গে সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুকের প্রকাশ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সারজিস আলমকে তাঁর চেয়ার ছেড়ে মঞ্চে উঠে এসে ছাত্র নেতাকে নিবৃত্ত করতে হয়।
এনসিপির সমন্বয় সভা চলাকালীন, প্রধান অতিথি সারজিস আলমের বক্তৃতার শেষ দিকে হঠাৎ সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে থাকা এনসিপি নেতাদের উদ্দেশ করে ফারুক সরাসরি অভিযোগের সুরে বলেন, “এরা দালাল, ছাত্রলীগ ও জামায়াতের সঙ্গে জড়িত।” এই মন্তব্যের পরই সভায় তীব্র উত্তেজনা তৈরি হয়।
সারজিস আলম তখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ফারুককে 'প্রেস কনফারেন্স শেষে কথা বলার' জন্য আহ্বান জানান। তবে ফারুক আরও উত্তেজিত হয়ে উঠলে সারজিস আলম চেয়ার ছেড়ে উঠে এসে ছাত্র প্রতিনিধিকে মঞ্চের এক পাশে নিয়ে গিয়ে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে সারজিস আলম উপস্থিত সাংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন। সভায় এনসিপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, জেলা কমিটির সমন্বয়কারী জাহিদ তালুকদারসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে। এই বিধান রেখে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পৃথক ব্যালট পেপারে চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে হবে এই গণভোট।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ নভেম্বর (শনিবার) মক ভোটিং (পরীক্ষামূলক ভোট)র আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
২ দিন আগে
গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
২ দিন আগে