মাইলস্টোন দুর্ঘটনায়

পোড়া শরীর নিয়ে বের হওয়া কুমিল্লার মাহতাবের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৭: ২১
Thumbnail image

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ কুমিল্লা দেবীদ্বারের মাহতাব ভূঁইয়া (১৪) সপ্তম শ্রেণির শিক্ষার্থী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে এ ‍দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ১২ জনের মৃত্যু হলো।

মাহতাবের বাবা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, আমার ছেলে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে আমার একমাত্র সন্তান। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ১১ নম্বর রাজামেহার ইউনিয়নে।

Screenshot_1

তিনি জানান, দগ্ধ শরীর নিয়ে মাহতাব যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছটফট করছিল তখন বাবা হয়ে অসহায়ের মতো পাশে দাঁড়িয়ে শুধু ছেলের নিশ্বাস গোনার চেষ্টা করছিলাম। সেই নিশ্বাস অবশেষে থেমে গেলো চিরতরে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আইসিইউর ১১ নম্বর বেডে দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে মোট ৪৩ জন এখন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এর মধ্যে সাতজন আইসিইউতে চিকিৎসাধীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত