ফুয়াদ আহমেদ

যে যেভাবেই পারছেন সারাদেশ থেকে ছুটে এসেছেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় । সকাল থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নানা শ্রেণির মানুষের ঢল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য এই এলাকা। এদের কেউ এসেছেন সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের লাগোয়া সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে। জাফলং থেকে। এসেছেন ৩০০ আসনের বিএনপি ও শরিক এমপিরাও। আছে মহিলাদের জন্য আলাদা জানাজার নামাজ পড়ার জায়গা। আজ দুইটার দিকে জানাজা হওয়ার কথা। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও যোগ দেবেন।

কুমিল্লা থেকে গতকাল মঙ্গলবার রাতে এসেছেন কলেজ শিক্ষক মো. নাসির উদ্দিন। তিনি বলেন, খালেদা জিয়া এক অনন্য নেত্রী। তিনি সংবেদনশীল মানুষ।
কোটবাড়ি থেকে জানাজায় এসেছেন মেহেদী হাসান। তিনি বলেন, প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এসেছি।

গতকাল রাত দুইটা ৩০ মিনিটে ঢাকায় আসেন ড্যাব নেতা ডা. মিনহাজুর রহমান তারেক। তিনি বলেন, দেশনেত্রীর জানাজার নামাজ পড়তে এসেছি।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান বলেন, লাখো লাখো মানুষ দেখছি। এমন নেত্রী আর এদেশে আসবেন না আর কখনো।
এদিকে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপালের প্রতিনিধিরাও জানাজায় এসেছেন। পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় মানুষের ঢল।

যে যেভাবেই পারছেন সারাদেশ থেকে ছুটে এসেছেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় । সকাল থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নানা শ্রেণির মানুষের ঢল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য এই এলাকা। এদের কেউ এসেছেন সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের লাগোয়া সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে। জাফলং থেকে। এসেছেন ৩০০ আসনের বিএনপি ও শরিক এমপিরাও। আছে মহিলাদের জন্য আলাদা জানাজার নামাজ পড়ার জায়গা। আজ দুইটার দিকে জানাজা হওয়ার কথা। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও যোগ দেবেন।

কুমিল্লা থেকে গতকাল মঙ্গলবার রাতে এসেছেন কলেজ শিক্ষক মো. নাসির উদ্দিন। তিনি বলেন, খালেদা জিয়া এক অনন্য নেত্রী। তিনি সংবেদনশীল মানুষ।
কোটবাড়ি থেকে জানাজায় এসেছেন মেহেদী হাসান। তিনি বলেন, প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এসেছি।

গতকাল রাত দুইটা ৩০ মিনিটে ঢাকায় আসেন ড্যাব নেতা ডা. মিনহাজুর রহমান তারেক। তিনি বলেন, দেশনেত্রীর জানাজার নামাজ পড়তে এসেছি।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান বলেন, লাখো লাখো মানুষ দেখছি। এমন নেত্রী আর এদেশে আসবেন না আর কখনো।
এদিকে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপালের প্রতিনিধিরাও জানাজায় এসেছেন। পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় মানুষের ঢল।