আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে এসব কথা বলেন তিনি। 

এ বছর মরণোত্তর একুশে পদকে ভূষিতদের মধ্যে রয়েছেন ছুটির ঘন্টা চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান, সংগীতে ওস্তাদ নীরদবরণ বড়ুয়া, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, গবেষণায় মঈদুল হাসান, ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ ও কথা সাহিত্যিক শহীদুল জহির।

একুশে পদক জয়ী যে বিশিষ্টজনদের হাতে প্রধান উপদেষ্টা পদক তুলে দেন তাদের মধ্যে সংগীতে ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম। এছাড়াও সাফজয়ী নারী ফুটবল দলের পক্ষে পদক নেন দলনেতা সাবিনা খাতুন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ড.মুহম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্র বিনির্মাণে পদকপ্রাপ্তদের ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত