নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০০৭ সালের ২২ জানুয়ারির স্থগিত নির্বাচনে কুমিল্লা-৬( সদর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছিলেন। ওয়ান ইলেভেনের কারণে ওই নির্বাচন আর হয়নি। তিনি ওই বছরের ১১ জানুয়ারি পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় নির্বাচনী সভা করেন। একই সঙ্গে গণসংযোগও করেছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-৬( সদর) আসনে বিএনপির প্রার্থী ছিলেন সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব:) আকবর হোসেন বীরপ্রতীক। ২০০৬ সালের জুন মাসে তিনি মারা যান। এরপর এই আসনে যোগ্য কোন প্রার্থী না থাকায় ও কোন্দলের কারণে বেগম খালেদা জিয়া প্রার্থী হন। তখন কুমিল্লার বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার জন্য কাজ করেছিলেন। খালেদা জিয়া ১১ জানুয়ারি দুপুরে পদুয়ার বাজারে নির্বাচনী সভা করার পর ওই দিন বিকেলেই সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়। এরপর তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শারিরীক নির্যাতন করা হয়। এক পর্যায়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডন চলে যান।
জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, কুৃমিল্লা সদর আসন মর্যাদার আসন। এই আসনে ম্যাডাম প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচন হলে ম্যাডাম বিপুল ভোটে পাশ করতেন। আমরা মাঠে তখন তৎপর ছিলাম।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০০৭ সালের ২২ জানুয়ারির স্থগিত নির্বাচনে কুমিল্লা-৬( সদর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছিলেন। ওয়ান ইলেভেনের কারণে ওই নির্বাচন আর হয়নি। তিনি ওই বছরের ১১ জানুয়ারি পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় নির্বাচনী সভা করেন। একই সঙ্গে গণসংযোগও করেছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-৬( সদর) আসনে বিএনপির প্রার্থী ছিলেন সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব:) আকবর হোসেন বীরপ্রতীক। ২০০৬ সালের জুন মাসে তিনি মারা যান। এরপর এই আসনে যোগ্য কোন প্রার্থী না থাকায় ও কোন্দলের কারণে বেগম খালেদা জিয়া প্রার্থী হন। তখন কুমিল্লার বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার জন্য কাজ করেছিলেন। খালেদা জিয়া ১১ জানুয়ারি দুপুরে পদুয়ার বাজারে নির্বাচনী সভা করার পর ওই দিন বিকেলেই সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়। এরপর তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শারিরীক নির্যাতন করা হয়। এক পর্যায়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডন চলে যান।
জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, কুৃমিল্লা সদর আসন মর্যাদার আসন। এই আসনে ম্যাডাম প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচন হলে ম্যাডাম বিপুল ভোটে পাশ করতেন। আমরা মাঠে তখন তৎপর ছিলাম।