ঐতিহ্য
আমার শহর ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থিত একটি নিঃশব্দ, অথচ ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হলো গ্রীক সমাধিসৌধ। দেখতে চতুষ্কোণ আকৃতির একটি কুটিরের মতো হলুদ রঙের এই স্থাপনাটি গ্রীকদের স্মরণে নির্মিত একটি সমাধি সৌধ। দেশের ইতিহাসে গ্রীকদের শেষ স্মৃতিচিহ্ন হিসেবে এই সৌধটির গুরুত্ব অপরিসীম। অনেকে সেটি জানেন না।
এই সমাধিটি নির্মাণ করেছিলেন সেইন্ট টমাস গির্জার যাজক জে এম ম্যাকডোনাল্ড। এটি মূলত নারায়ণগঞ্জে বসবাসকারী 'ডিমিট্রিয়াস' নামক এক গ্রীক পরিবারের চার সদস্যের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়। ইতিহাসবিদদের ধারণা, এটি ১৮০০ থেকে ১৮৪০ সালের মধ্যবর্তী কোনো সময়ে নির্মিত।
বাংলাদেশে গ্রীকদের বসবাসের ইতিহাস বেশ পুরোনো। ১৭৭০ থেকে ১৮০০ সালের মধ্যে ঢাকায় প্রায় দুই শতাধিক গ্রীক বসবাস করতেন। তাদের একটি বড় অংশের বসবাস ছিল ঢাকা ও নারায়ণগঞ্জে। সময়ের পরিক্রমায় সেইসব গ্রীক পরিবার ও তাদের বসতি হারিয়ে গেলেও, টিকে আছে এই সমাধিসৌধটি — যেন ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে।
টিএসসির সবুজ মাঠের দক্ষিণ কোণায় দাঁড়িয়ে থাকা এই সৌধের বাইরের রূপ যেমন দৃষ্টিনন্দন, তেমনি ভেতরের এপিটাফগুলোও অত্যন্ত শৈল্পিক ও হৃদয়ছোঁয়া। এটি শুধুই একটি সমাধি নয়, বরং উপমহাদেশে গ্রীকদের উপস্থিতির একমাত্র জীবন্ত প্রমাণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থিত একটি নিঃশব্দ, অথচ ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হলো গ্রীক সমাধিসৌধ। দেখতে চতুষ্কোণ আকৃতির একটি কুটিরের মতো হলুদ রঙের এই স্থাপনাটি গ্রীকদের স্মরণে নির্মিত একটি সমাধি সৌধ। দেশের ইতিহাসে গ্রীকদের শেষ স্মৃতিচিহ্ন হিসেবে এই সৌধটির গুরুত্ব অপরিসীম। অনেকে সেটি জানেন না।
এই সমাধিটি নির্মাণ করেছিলেন সেইন্ট টমাস গির্জার যাজক জে এম ম্যাকডোনাল্ড। এটি মূলত নারায়ণগঞ্জে বসবাসকারী 'ডিমিট্রিয়াস' নামক এক গ্রীক পরিবারের চার সদস্যের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়। ইতিহাসবিদদের ধারণা, এটি ১৮০০ থেকে ১৮৪০ সালের মধ্যবর্তী কোনো সময়ে নির্মিত।
বাংলাদেশে গ্রীকদের বসবাসের ইতিহাস বেশ পুরোনো। ১৭৭০ থেকে ১৮০০ সালের মধ্যে ঢাকায় প্রায় দুই শতাধিক গ্রীক বসবাস করতেন। তাদের একটি বড় অংশের বসবাস ছিল ঢাকা ও নারায়ণগঞ্জে। সময়ের পরিক্রমায় সেইসব গ্রীক পরিবার ও তাদের বসতি হারিয়ে গেলেও, টিকে আছে এই সমাধিসৌধটি — যেন ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে।
টিএসসির সবুজ মাঠের দক্ষিণ কোণায় দাঁড়িয়ে থাকা এই সৌধের বাইরের রূপ যেমন দৃষ্টিনন্দন, তেমনি ভেতরের এপিটাফগুলোও অত্যন্ত শৈল্পিক ও হৃদয়ছোঁয়া। এটি শুধুই একটি সমাধি নয়, বরং উপমহাদেশে গ্রীকদের উপস্থিতির একমাত্র জীবন্ত প্রমাণ।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
১০ ঘণ্টা আগে