প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক গণিত ও বায়োলজি অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক বিজয়ীরা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

এ বছর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক বিজয়ী জিতেন্দ্র বড়ুয়া, জাওয়াদ হামীম চৌধুরী ও তাহসিন খান ও আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডের ব্রোঞ্জপদক বিজয়ী আরিজ আনাস, ফারাবিদ বিন ফয়সাল ও হা-মীম রহমান।

আজ সোমবার বিকেলে যমুনাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক রাখহরি সরকার ও সাধারণ সম্পাদক ড. তারিক আরাফাত।

যমুনায় শিক্ষার্থীদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।

প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের আরও ভালো করার পরামর্শ দেন।

দুই দশকেরও বেশি সময় গণিত অলিম্পিয়াড হচ্ছে মুনির হাসানের নেতৃত্বে। সারাদেশের কয়েক লাখ শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। দেশের সবচেয়ে বড় ও প্রথম অলিম্পিয়াড এটি। খুদে শিক্ষার্থীদের গণিতভীতি কাটাতে এই আয়োজন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত