সন্ধ্যার মধ্যে কুমিল্লাসহ ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

আমার শহর ডেস্ক
Thumbnail image

সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনাও প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৩ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর ঝড়ের আমঙ্কা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

এসব লোকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত