ঈদুল ফিতরে নিরাপদ ঈদযাত্রায় একগুচ্ছ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশসহ বিভিন্ন মহাসড়কে ঈদুল ফিতরকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপদ ঈদযাত্রায় একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে ঈদের সাতদিন আগেই মহাসড়কের বিভিন্ন অংশ সংস্কার ও মেরামত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ৪৯ টি স্পট চিহ্নিত করা হয়। এতে হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মনিটরিং দল গঠন করে কার্যক্রম বাড়াতে বলা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করার সিদ্ধান্ত হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার ১০০ কিলোমিটার এলাকার মধ্যে দাউদকান্দির টোলপ্লাজা,বলদাখাল, গৌরিপুর বাসস্ট্যান্ড, চান্দিনা বাসস্ট্যান্ড, মাধাইয়া বাসস্ট্যান্ড, ইলিয়টগঞ্জ, সুয়াগাজী বাজার উভয়মুখী মহাসড়ক, সদর দক্ষিণ থানার সামনে কাটা, নূরজাহান হোটেলের সামনে কাটা অংশ, কোটবাড়ি ইউটার্নের অংশ, জাগুরঝুলি, আলেখারচর, ময়নামতি সেনানিবাস এলাকা,নাজিরা বাজার ইউটার্ন, নিমসার বাজার,চৌদ্দগ্রাম বাজার, চৌদ্দগ্রাম বিসিক মোড়কে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। এসব এলাকার কোথাও বাজার, কোথাও ইউটার্ন রয়েছে।

এদিকে আগামী ২৬ মার্চ থেকে ঈদের পরবর্তী পাঁচদিন মহাসড়কের লাগোয়া ফিলিং স্টেশন ও সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া ঈদ উপলক্ষে দাউদকান্দির গোমতী সেতুতে ইটিসি বুথের সংখ্যা বাড়ানো ও সার্বক্ষণিক চালু রাখার জন্য বলা হয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জসিম উদ্দিন জানান, গত ৯ মার্চ এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাসক ও বিআরটিএ কুমিল্লার সভাপতি মো. আমিরুল কায়ছার বলেন, ঈদ যাত্রা সহনীয় ও আনন্দময় করার জন্য সরকার সব সময়ই তৎপর রয়েছে। কুমিল্লা অংশে নির্বিঘ্নে যান চলাচলের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত