বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী আজ :‘আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে...’

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বাঙালির সেরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যখন উতলা হয়ে যাই তখন রবীন্দ্রনাথের সৃষ্টির কথা মনে পড়ে। যখন বিপদে পড়ি, দুঃখ পাই তাঁর কাব্য নাড়া দেয়। আমরা যখন ভালোবাসাবাসির কথা বলি, তাঁর কবিতা ও গান মুগ্ধতার আবেশে স্মরণ করি। আমরা যখন প্রেম হারাই, প্রেমিক-প্রেমিকা হারাই, সুরের আগুন লাগিয়ে যে চলে যায় তখনও রবীন্দ্রনাথ এসে ধরা দেন। আমরা যখন ঋতু বন্দনা করি তিনি এসে ধরা দেন। বাঙালির সব ঋতুতেই তিনি জড়িয়ে আছেন। বাংলা মাসেও তিনি আছেন। বর্ষা ও বসন্তে তাঁর সৃষ্টি নিয়ে আমরা আবেগময় হয়ে যাই। গুনগুন করে গাইতে থাকি কতো গান, কবিতা। যখন আমরা স্মৃতিকাতর হই, পুরানো সেই দিনের কথা মনে করি ,তখন রবীন্দ্রনাথের বাণী আমাদের অদ্ভুত এক নস্টালজিয়ায় নিয়ে যায়। আমরা যখন কান পেতে থাকি তখনও তিনি আছেন। নতুনের আগমন ও পুরাতনকে বিদায় বলি তখনোও তিনি সগৌরবে আছেন। নাটকে ভ্রমণে, জমিদারিতে, দুষ্টুমিতে, রোমান্টিকতায় তিনি চিরভাস্বর। সবুজ ধানিজমিতে তিনি আছেন। আমাদের মানচিত্রে, পতাকায় তিনি চিরঞ্জীব। আমাদের কোটি কোটি মুঠোফোনেও তিনি আছেন।রবীন্দ্রনাথ আমাদের চারপাশে আছেন। রবীন্দ্রনাথ সবখানে ছড়িয়ে আছেন।

আজ ২৫ বৈশাখ ১৪৩২। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এবারের জন্মবার্ষিকীর প্রতিপাদ্য হল -রবীন্দ্রনাথ ও বাংলাদেশ। সারাদেশে আজ মহাসমারোহে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হচ্ছে।

এ উপলক্ষে কুমিল্লায় আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে হৃদয়ে রবীন্দ্রনাথ ম্যুরালে পুষ্পার্ঘ্য অপর্ণ ও সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

সন্ধ্যা সাতটায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুমিল্লার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত