‘এবার কেউ টিকিট কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাক্ষাৎকার
Thumbnail image

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রেলপথে ঈদযাত্রায় এবার টিকিট কালোবাজারি না থাকায় যাত্রীদের কোনো অভিযোগ নেই। ভোগান্তি ছাড়া স্বস্তিতে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। ঈদের জামাত ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানান তিনি।

আজ রোববার (৩০ মার্চ) সকালে রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তিনি স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে ঈদযাত্রার খোঁজ-খবর নেন।

এদিকে, শেষ মুহুর্তের ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ছাড়া সময়মতো সব ট্রেন ছেড়ে যাচ্ছে। এদিন সকাল থেকেই রেলপথে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপও বাড়ছে। বিনা টিকেটে ভ্রমণ ঠেকাতে স্টেশন এলাকা থেকে শুরু করে প্ল্যাটফর্ম পর্যন্ত তিন স্তরের টিকিট চেকিং পেরিয়ে ট্রেনে উঠতে হচ্ছে যাত্রীদের। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব, পুলিশসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনী নিয়োজিত আছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত