জাতীয়তাবাদী হিন্দু নেতা সনজিত রায় চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য, জননী ডাল মিলস অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের সাবেক পরিচা- লক, মেসার্স চৌধুরী সিন্ডিকেটের অন্যতম স্বত্বাধিকারী নেতা সনজিত রায় চৌধুরী চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে আজ দুপুরে চকবাজার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী বেবী রায় চৌধুরী, দুই ছেলে শুভজিত রায় চৌধুরী ও সঞ্জয় রায় চৌধুরীকে রেখে গেছেন। সনজিত রায় চৌধুরী কুমিল্লা পৌরসভার সাবেক ২ নং ওয়ার্ড কাউন্সিলর বানাল থিয়েটারের

সহসভাপতি ও ব্যবসায়ী রমেশ চন্দ্র রায় চৌধুরীর দ্বিতীয় ছেলে। সনজিত রায় চৌধুরী সাংস্কৃতিক পেশাজীবী ও স্বেচ্ছাসেবী নানা সংগঠ-ে নর সঙ্গে জড়িত ছিলেন । তিনি কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী হিন্দু দলের সাবেক সভাপতি ছিলেন। চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আন্তর্জাতিক বলদেব সংঘ কুমিল্লা মহানগর শাখার সভাপতি ছিলেন। তিনি টিক্কারচর মহাশযানের সাধারণ সম্পাদক ও চকবাজার শ্রী শ্রী

সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক ছিলেন। সনজিত রায় চৌধুরীর ভাতিজা সজীব রায় চৌধুরী বলেন, এখনও আমরা একান্নবর্তী পরিবারে আছি। বড় কাকা মানব দরদী ছিলেন। তিনি সতত আমাদের হৃদয়ে আছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত