কুমিল্লায় রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা পেলেন চারজন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১২: ০৪
Thumbnail image

কুমিল্লায় রেমিট্যান্স যোদ্ধা হিসেবে চার ব্যক্তি সম্মাননা পেয়েছেন। তাঁরা হলেন সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী মহিলা হিসেবে প্রথম পুরষ্কার পেয়েছেন সালমা আক্তার, দ্বিতীয় আফরোজা আক্তার। পুরুষ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে প্রথম হয়েছেন হুমায়ুন কবির ও দ্বিতীয় মোহাম্মদ ইকবাল হোসেন।

আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সম্মাননা জানানো হয়।

কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যােগে এই অনুষ্ঠান হয়।

বাংলাদেশ ওভারসিজএমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড( বোয়োসেল) এতে সহযোগিতা করেছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পংকজ বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম, কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো কামরুজ্জামান, প্রবাসী কল্যাণ ব্যাংকের এজিম তৌফিক আজিজ, প্রবাসী কল্যাণ সেন্টারের আলী হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো আতিকুর রহমান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত