আগামী বছরের হজের খরচ আরও কমানোর চেষ্টা করা হচ্ছে: ধর্ম উপদেষ্টা

আমার শহর ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০: ১৯
Thumbnail image

২০২৬ সালের হজের খরচ আরও কমানোর চেষ্টা করা হচ্ছে। আরও নির্বিঘ্ন ও মসৃণ করতে কাজ চলছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ রোববার সচিবালয়ে বাংলাদেশের ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ আরও কার্যকর ও অর্থনৈতিকভাবে সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি, হজ কর্মকর্তাদের সহযোগিতা পাচ্ছি, মিডিয়ার সহযোগিতা পাচ্ছি। আমরা গত বছর যেভাবে হজের ব্যবস্থাপনায় সফলতা পেয়েছি, আগামী দিনেও তেমনি সহযোগিতা পাবো বলে আশাবাদী।

তিনি বলেন, টিম স্পিরিটের প্রতিফলন ঘটেছে এবারের হজ ব্যবস্থাপনায়। দেশের ইতিহাসে এবারের হজ ব্যবস্থাপনা একটি মাইলফলক হয়ে থাকবে। এবার কোনো ফ্লাইট বিপর্যয় হয়নি। ধর্ম মন্ত্রণালয় হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করে না, শুধু ইবাদাতে সহায়তা করে থাকে। এবার সরকারি প্যাকেজে বাড়ী ভাড়া ও সার্ভিস চার্জ কম লাগায় ৪ হাজার ৯৭৮ জন হাজী ৮ কোটি ৯০ হাজার টাকা ফেরত পাচ্ছেন।

উপদেষ্টা আরও বলেন, ২০২৬ সালের হজ ব্যবস্থাপনার কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। আরও নির্বিঘ্ন ও মসৃণ করতে কাজ চলছে। নভেম্বর মাসে হজ চুক্তি করতে হবে। এবার সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য উপদেষ্টা পরিষদের মিটিংয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত