বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

সাক্ষাৎকার
Thumbnail image

রাজধানীতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকরা ওই এলাকার সড়ক অবরোধ করেছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ সোমবার ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে কোন গাড়ি কীভাবে তাদের চাপা দিয়েছে তা এখনও জানা যায়নি। 

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার ও আহত পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দেখা গেছে, পোশাক শ্রমিকরা বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করে রেখেছেন। এমনকি তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। এতে অফিসগামী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। 

বেসরকারি চাকরিজীবী আনিসুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টায় কাওরান বাজারে কর্মস্থলে যেতে মহাখালীতে এসে দেখতে পাই বনানী দিকে কোনো বাস ছেড়ে আসছে না এবং মহাখালী থেকেও বনানীর দিকে কোনো বাস যাচ্ছে না। পরে শুনলাম বনানী সড়কে দুর্ঘটনায় পথচারী মারা গেছেন। তাই বাস চলাচল বন্ধ রয়েছে।    

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন বলেন, ১১টায় ক্লাস। অথচ রাস্তার যা অবস্থা, তা দেখে মনে হচ্ছে না সময়মতো পৌঁছাতে পারব না। তাই ভাবছি পায়ে হেঁটেই রওনা হব।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঅ্যান্ডএম কোম্পানির ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হাসিব হাসান খান বলেন, বনানী চেয়ারম্যানবাড়ির কাছে গার্মেন্টস শ্রমিকরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে অপারেশন বন্ধ করে রেখেছেন।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার গণমাধ্যমকে বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন। এরপর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত