মাথাচাড়া দেওয়া নারীবিরোধী শক্তিকে মোকাবেলা করা হবে: প্রধান উপদেষ্টা

সাক্ষাৎকার
Thumbnail image

পতিত স্বৈরাচার নৈরাজ্য তৈরিতে বিনিয়োগ করছে জানিয়ে সবাইকে যুদ্ধ পরিস্থিতির মতো সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নারীবিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সবাইকে সাথে নিয়ে তাকে প্রতিরোধ করতে হবে।

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ বিশিষ্ট নারী ও নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরষ্কার তুলে দেন প্রধান উপদেষ্টা।

দেশে সংঘটিত নৈরাজ্যের পেছনে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র রয়েছে বলে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহবান জানান প্রধান উপদেষ্টা।

সাম্প্রতিক সময়ে নারীদের ওপর সহিংসতার যেসব খবর আসছে তাকে গণ-অভ্যুথানের চেতনাবিরোধী বলে উল্লেখ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সবাইকে সাথে নিয়ে নারীবিরোধী শক্তিকে প্রতিরোধের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নারীদের এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন সরকার প্রধান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত