• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ
> ঢাকা বিভাগ

কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন হাদি

  • সংসদ ভবনে জানাজা
  • নজরুলের সমাধির পাশে দাফন
  • রাষ্ট্রীয় শোক আজ
  • জানাজায় ব্যাগ বহন নিষিদ্ধ
  • সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ
আমার শহর ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২: ২২
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১২: ২৩
logo

কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন হাদি

আমার শহর ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২: ২২
Photo

সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে কঠোর নিরাপত্তায় মরদেহ নেওয়া হয়েছে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ শনিবার বেলা ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা হবে। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে। হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি বের করা হয়।

হাদির মরদেহ দেশে পৌঁছানোকে ঘিরে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়। কফিন বহনকারী গাড়িটি বের হওয়ার সময় সেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর। কফিন বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ইনকিলাব মঞ্চের নেতারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও সেখানে যান।

বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, “হাদির মরদেহ এখানে রাখার বিষয়ে আমাদের জানানো হলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।” তেজগাঁও বিভাগের এক পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ রাখার সিদ্ধান্তের পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কর্মসূচি পরিবর্তন করে শনিবার নেওয়া হবে। সংগঠনটি আরও জানিয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না এবং সবাইকে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। হাদির মৃত্যুতে আজ শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Thumbnail image

সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে কঠোর নিরাপত্তায় মরদেহ নেওয়া হয়েছে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ শনিবার বেলা ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা হবে। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে। হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি বের করা হয়।

হাদির মরদেহ দেশে পৌঁছানোকে ঘিরে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়। কফিন বহনকারী গাড়িটি বের হওয়ার সময় সেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর। কফিন বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ইনকিলাব মঞ্চের নেতারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও সেখানে যান।

বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, “হাদির মরদেহ এখানে রাখার বিষয়ে আমাদের জানানো হলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।” তেজগাঁও বিভাগের এক পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ রাখার সিদ্ধান্তের পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কর্মসূচি পরিবর্তন করে শনিবার নেওয়া হবে। সংগঠনটি আরও জানিয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না এবং সবাইকে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। হাদির মৃত্যুতে আজ শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

রাজধানীর বনশ্রীতে গলাকাটা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

২

ওমরাহ করে দেশে ফিরেই দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের সভাপতি প্রার্থী গফুর ভূঁইয়াসহ অন্যান্য প্রার্থী ও সমর্থকেরা

৪

এলপিজি বিক্রির ধর্মঘট প্রত্যাহার

৫

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও চোখে চোখ রেখে কথা বলা যায়: তথ্য উপদেষ্টা

সম্পর্কিত

রাজধানীর বনশ্রীতে গলাকাটা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর বনশ্রীতে গলাকাটা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৬ ঘণ্টা আগে
ওমরাহ করে দেশে ফিরেই দলীয় নেতাকর্মীদের নিয়ে  জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

ওমরাহ করে দেশে ফিরেই দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

৩ দিন আগে
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের  সভাপতি প্রার্থী গফুর ভূঁইয়াসহ অন্যান্য প্রার্থী ও সমর্থকেরা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের সভাপতি প্রার্থী গফুর ভূঁইয়াসহ অন্যান্য প্রার্থী ও সমর্থকেরা

৩ দিন আগে
এলপিজি বিক্রির ধর্মঘট প্রত্যাহার

এলপিজি বিক্রির ধর্মঘট প্রত্যাহার

৩ দিন আগে