বাজারে ঘুরে ফরমালিন পরীক্ষা করছে বিএসটিআই

রাজগঞ্জ বাজারে অভিযান

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বাজারে ঘুরে ফরমালিন পরীক্ষা করছে বিএসটিআই। পবিত্র মাহে রমজানে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য নিরাপদ ফলমূল নিশ্চিত করতে কুমিল্লার রাজগঞ্জ বাজারে ফলের মার্কেটে ফলমূলে ফরমালিন পরীক্ষা করেন তারা। এসময় ভ্রাম্যমান ল্যাবরেটরিসহ বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবিবার (৩ মার্চ) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানে ১৫টি ফলের দোকানের মাল্টা, আপেল, কমলা, কলা ড্রাগন ফল, পেঁপে, আঙ্গুর ইত্যাদি ফলে ফরমালিনের উপস্থিতি নির্ণয়ের জন্য জনসম্মুখে পরীক্ষা করা হয়। সেই সাথে তাদের ওজন যন্ত্র গুলোর সঠিকতা যাচাই করা হয়। পরীক্ষিত ফলমূলের কোনটিতেই ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি এবং ওজন যন্ত্রগুলিও ত্রুটিমুক্ত ছিল।

বিএসটিআই কুমিল্লা অফিসের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশগ্রহণ করেন ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল, পরিদর্শক (মেট) আরিফ উদ্দিন প্রিয়, পরীক্ষক (রসায়ন) মো. শহিদুল ইসলাম।

বিএসটিআই কুমিল্লা অফিসের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বলেন, জনস্বার্থে সমগ্র রমজান মাসব্যাপী এধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত