আমার শহর ডেস্ক

আবাসনশিল্পে ৪২ বছরের দীর্ঘ পথ অতিক্রম করল দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডির অরচার্ড পয়েন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আরও উপস্থিত ছিলেন এসইএল বা শেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ দীর্ঘ সময় ধরে নির্মাণ ও আবাসন খাতে শেলের সততা, কাজের গুণগত মান ও গ্রাহকসেবার প্রশংসা করেন।
শেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের (বিআরএমসিএ) সভাপতি ও আবাসন কোম্পানির সমিতি রিহ্যাবের সাবেক সভাপতি। অনুষ্ঠানে কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, 'সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জমির মালিক ও গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে শেল আজকের পর্যায়ে পৌঁছেছে। এই সুদীর্ঘ পথচলায় আমাদের জমির মালিক ও গ্রাহকদের সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আমরা শুধু অর্থ উপার্জনের কথা ভাবি না, বরং সেবার মানসিকতা নিয়ে কাজ করি।'
আব্দুল আউয়াল আরও জানান, এ পর্যন্ত তিন শতাধিক প্রকল্প ও ৭ হাজারের বেশি ফ্ল্যাট গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, এটি শেল পরিবারের জন্য একটি মাইলফলক। আমরা সেবার মান আরও উন্নত করতে কাজ করে যাচ্ছি। আমরা মনে করি চাইলে সবই সম্ভব, প্রয়োজন শুধু সঠিক উদ্যোগ আর দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন।'
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জহিরুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রহমান, পরিচালক মো. আনোয়ার হোসেন। এ ছাড়া শেলের অন্যান্য পরিচালক, কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, জমির মালিক, গ্রাহক, সরবরাহকারী, ঠিকাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আবাসনশিল্পে ৪২ বছরের দীর্ঘ পথ অতিক্রম করল দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডির অরচার্ড পয়েন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আরও উপস্থিত ছিলেন এসইএল বা শেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ দীর্ঘ সময় ধরে নির্মাণ ও আবাসন খাতে শেলের সততা, কাজের গুণগত মান ও গ্রাহকসেবার প্রশংসা করেন।
শেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের (বিআরএমসিএ) সভাপতি ও আবাসন কোম্পানির সমিতি রিহ্যাবের সাবেক সভাপতি। অনুষ্ঠানে কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, 'সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জমির মালিক ও গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে শেল আজকের পর্যায়ে পৌঁছেছে। এই সুদীর্ঘ পথচলায় আমাদের জমির মালিক ও গ্রাহকদের সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আমরা শুধু অর্থ উপার্জনের কথা ভাবি না, বরং সেবার মানসিকতা নিয়ে কাজ করি।'
আব্দুল আউয়াল আরও জানান, এ পর্যন্ত তিন শতাধিক প্রকল্প ও ৭ হাজারের বেশি ফ্ল্যাট গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, এটি শেল পরিবারের জন্য একটি মাইলফলক। আমরা সেবার মান আরও উন্নত করতে কাজ করে যাচ্ছি। আমরা মনে করি চাইলে সবই সম্ভব, প্রয়োজন শুধু সঠিক উদ্যোগ আর দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন।'
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জহিরুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রহমান, পরিচালক মো. আনোয়ার হোসেন। এ ছাড়া শেলের অন্যান্য পরিচালক, কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, জমির মালিক, গ্রাহক, সরবরাহকারী, ঠিকাদার প্রমুখ উপস্থিত ছিলেন।