• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে এ বছর 'লড়ছেন না' আওয়ামী লীগপন্থী আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪৬
logo

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে এ বছর 'লড়ছেন না' আওয়ামী লীগপন্থী আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪৬
Photo

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এ বছর অংশ নিচ্ছেন না। যদিও আওয়ামীপন্থী আইনজীবীদের ভাষ্য, যারা নির্বাচন করবে, তাঁদেরকে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় 'সম্পূর্ণ হয়রানিমূলকভাবে' আসামি করা হয়েছে। যার কারণে মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষদিন আওয়ামী লীগপন্থী কোন আইনজীবী মনোনয়ন ফরম কিনতে পারেননি। 

জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, সোমবার ২০২৫-২৬ সেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মঙ্গলবার ছিল মনোনয়ন ফরম সংগ্রহ তারিখ। যদিও আওয়ামী লীগের আইনজীবীরা দাবি, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মনোনয়ন ফরম কেনা ও জমা দিতে ৩ দিনের সময় দেওয়ার বিধান থাকলেও এবার রাখা হয়েছে একদিন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমা গতকাল বুধবার এবং একইদিন বিকেলে যাচাই-বাছাই। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার, ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও আগামী ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আইনজীবী সমিতিতে এ বছর ভোটার রয়েছেন ১ হাজার ২১০ জন। 

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগপন্থী তিনজনসহ অন্তত পাঁচজন আইনজীবী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা গত ৬ ফেব্রুয়ারি কুমিল্লা আদালত চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেন। একইদিন তাঁরা আইনজীবী সমিতির সভাপতি মোস্তফিজুর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়ার কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০ আইনজীবীর আদালত প্রাঙ্গণ থেকে বহিষ্কার দাবি করে ব্যানার টানিয়ে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগরের সংগঠক মো.ইনজামুল হক বাদী হয়ে কুমিল্লার সাবেক সাংসদ আ ক ম বাহাউদ্দীন বাহারসহ ২৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জনের বেশি আইনজীবীকে আসামি করা হয়। 

আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নির্বাচন থেকে বিরত রাখতেই আগাম মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তফাফিজুর রহমান ওরফে লিটন। বুধবার সকালে তিনি প্রথম আলোকে বলেন, ৩ আগস্টে পুলিশ লাইনসে হামলার ঘটনায় ৫ আগস্টের পর তিনটি মামলা হয়েছে। সেই একই ঘটনার ৬ মাস পর আবারও হওয়া আরেকটি মামলায় হয়রানিমূলকভাবে আইনজীবীদের আসামি করা হয়েছে। আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারিসহ একসঙ্গে ৩২ জন আইনজীবীকে আসামি করা হয়। কৌশলে আমাদের নির্বাচন থেকে বিরত রাখতে এবারের তফসিল ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অমান্য করে মনোনয়ন ফরম কেনা ও জমার তিনদিনের সময় দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে একদিন। আমরা যেন মামলার কারণে আসতে না পারি এজন্য নিয়মবহির্ভূতভাবে নিয়ম করা হয়েছে সশরীরে হাজির হয়ে মনোনয়ন সংগ্রহ করতে হবে। 

তিনি বলেন, গত নির্বাচনেও আমাদের নিরঙ্কুশ জয় হয়েছে। এবার যা হয়েছে, সেটা কুমিল্লা বারের ইতিহাসে আর ঘটেনি। তারা চায় এবার বিনাভোটে সবাইকে এককভাবে বিজয়ী করতে। 

তবে এ প্রসঙ্গে ভিন্ন কথা বলছেন কুমিল্লা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম। তিনি বলেন, এ মামলার সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই। যারা টাকা জমা দিয়েছেন, বৈধ ভোটার তারাই মনোনয়ন ফরম নিয়েছেন।আওয়ামী লীগ সমর্থিতরা আসলে অবশ্যই মনোনয়ন দেওয়া হতো। মামলার ভয়ে হয়তো আসেননি, এখানে আমাদের কী করার আছে। নির্বাচনে গঠনতন্ত্রের কোন লঙ্ঘন করা হয়নি।

প্রসঙ্গত, সর্বশেষ গত বছররে ৭ মার্চ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ২০২৪-২৫ সেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টিতে আওয়ামী লীগপন্থীরা জয়লাভ করে। বাকি পাঁচটিতে বিএনপি-জামায়াতপন্থীরা বিজয়ী হন। 

Thumbnail image

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এ বছর অংশ নিচ্ছেন না। যদিও আওয়ামীপন্থী আইনজীবীদের ভাষ্য, যারা নির্বাচন করবে, তাঁদেরকে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় 'সম্পূর্ণ হয়রানিমূলকভাবে' আসামি করা হয়েছে। যার কারণে মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষদিন আওয়ামী লীগপন্থী কোন আইনজীবী মনোনয়ন ফরম কিনতে পারেননি। 

জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, সোমবার ২০২৫-২৬ সেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মঙ্গলবার ছিল মনোনয়ন ফরম সংগ্রহ তারিখ। যদিও আওয়ামী লীগের আইনজীবীরা দাবি, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মনোনয়ন ফরম কেনা ও জমা দিতে ৩ দিনের সময় দেওয়ার বিধান থাকলেও এবার রাখা হয়েছে একদিন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমা গতকাল বুধবার এবং একইদিন বিকেলে যাচাই-বাছাই। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার, ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও আগামী ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আইনজীবী সমিতিতে এ বছর ভোটার রয়েছেন ১ হাজার ২১০ জন। 

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগপন্থী তিনজনসহ অন্তত পাঁচজন আইনজীবী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা গত ৬ ফেব্রুয়ারি কুমিল্লা আদালত চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেন। একইদিন তাঁরা আইনজীবী সমিতির সভাপতি মোস্তফিজুর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়ার কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০ আইনজীবীর আদালত প্রাঙ্গণ থেকে বহিষ্কার দাবি করে ব্যানার টানিয়ে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগরের সংগঠক মো.ইনজামুল হক বাদী হয়ে কুমিল্লার সাবেক সাংসদ আ ক ম বাহাউদ্দীন বাহারসহ ২৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জনের বেশি আইনজীবীকে আসামি করা হয়। 

আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নির্বাচন থেকে বিরত রাখতেই আগাম মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তফাফিজুর রহমান ওরফে লিটন। বুধবার সকালে তিনি প্রথম আলোকে বলেন, ৩ আগস্টে পুলিশ লাইনসে হামলার ঘটনায় ৫ আগস্টের পর তিনটি মামলা হয়েছে। সেই একই ঘটনার ৬ মাস পর আবারও হওয়া আরেকটি মামলায় হয়রানিমূলকভাবে আইনজীবীদের আসামি করা হয়েছে। আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারিসহ একসঙ্গে ৩২ জন আইনজীবীকে আসামি করা হয়। কৌশলে আমাদের নির্বাচন থেকে বিরত রাখতে এবারের তফসিল ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অমান্য করে মনোনয়ন ফরম কেনা ও জমার তিনদিনের সময় দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে একদিন। আমরা যেন মামলার কারণে আসতে না পারি এজন্য নিয়মবহির্ভূতভাবে নিয়ম করা হয়েছে সশরীরে হাজির হয়ে মনোনয়ন সংগ্রহ করতে হবে। 

তিনি বলেন, গত নির্বাচনেও আমাদের নিরঙ্কুশ জয় হয়েছে। এবার যা হয়েছে, সেটা কুমিল্লা বারের ইতিহাসে আর ঘটেনি। তারা চায় এবার বিনাভোটে সবাইকে এককভাবে বিজয়ী করতে। 

তবে এ প্রসঙ্গে ভিন্ন কথা বলছেন কুমিল্লা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম। তিনি বলেন, এ মামলার সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই। যারা টাকা জমা দিয়েছেন, বৈধ ভোটার তারাই মনোনয়ন ফরম নিয়েছেন।আওয়ামী লীগ সমর্থিতরা আসলে অবশ্যই মনোনয়ন দেওয়া হতো। মামলার ভয়ে হয়তো আসেননি, এখানে আমাদের কী করার আছে। নির্বাচনে গঠনতন্ত্রের কোন লঙ্ঘন করা হয়নি।

প্রসঙ্গত, সর্বশেষ গত বছররে ৭ মার্চ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ২০২৪-২৫ সেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টিতে আওয়ামী লীগপন্থীরা জয়লাভ করে। বাকি পাঁচটিতে বিএনপি-জামায়াতপন্থীরা বিজয়ী হন। 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

৭২ বছর বয়সী সমবায়ী সিরাজুল হককে খুঁজে নিয়ে কুমিল্লা মহানগরের দায়িত্ব দিল এনসিপি

২

এনসিপির কুমিল্লা মহানগর সমন্বয় কমিটি অনুমোদন

৩

দেবীদ্বারে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে দুই ডাকাত সদস্য আটক

৪

সংকটে জর্জরিত বক্সগঞ্জ উচ্চবিদ্যালয়

৫

ভেঙে পড়েছে বুড়িচং উপজেলা মৎস্য বীজ খামারের অবকাঠামো

সম্পর্কিত

৭২ বছর বয়সী সমবায়ী সিরাজুল হককে খুঁজে নিয়ে কুমিল্লা মহানগরের দায়িত্ব দিল এনসিপি

৭২ বছর বয়সী সমবায়ী সিরাজুল হককে খুঁজে নিয়ে কুমিল্লা মহানগরের দায়িত্ব দিল এনসিপি

৩ ঘণ্টা আগে
এনসিপির কুমিল্লা মহানগর সমন্বয় কমিটি অনুমোদন

এনসিপির কুমিল্লা মহানগর সমন্বয় কমিটি অনুমোদন

৫ ঘণ্টা আগে
দেবীদ্বারে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে দুই ডাকাত সদস্য আটক

দেবীদ্বারে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে দুই ডাকাত সদস্য আটক

৬ ঘণ্টা আগে
সংকটে জর্জরিত বক্সগঞ্জ উচ্চবিদ্যালয়

সংকটে জর্জরিত বক্সগঞ্জ উচ্চবিদ্যালয়

৭ ঘণ্টা আগে