১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার

Thumbnail image

কুমিল্লায় ১২ মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রবিবার (১৬ মার্চ) সদর উপজেলার আমতলী এলাকা থেকে র‌্যাব-১১, সিপিসি-২ ওই আসামি গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮)। তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতুপা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। র‌্যাবের তথ্য মতে তার বিরুদ্ধে মোট ১২ টি মামলা রয়েছে।

জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীকে সে জানায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত