নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৮ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন আজ শনিবার সকালে শুরু হয়েছে। বার্ডের ময়নামতি মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার ওই সম্মেলন শেষ হবে।
এতে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো. ইসমাইল হোসেন। গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পিপিআরসির নির্বাহী সভাপতি ড. হোসেন জিল্লুর রহমান। গেস্ট অব অনার হিসেবে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শিকারা। সম্মেলনে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বার্ড পল্লী উন্নয়নে অসামান্য অবদান রেখে আসছে। বার্ডের উদ্ভাবিত নানা প্রকল্প সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে। দারিদ্র বিমোচনে, সমবায়ে, ক্ষুদ্র ঋণে, স্থানীয় সরকার বিভাগে বার্ডেও কাজ প্রশংসনীয়। বার্ডকে এখন গবেষণার চেয়ে প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও সুদূরপ্রসারি প্রকল্প নিতে হবে।
সম্মেলনে বিভিন্ন সেশনে নানা ধরনের প্রবন্ধ উপস্থাপন ও কর্মপন্থা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতি বছর এ সম্মেলন হয়ে থাকে।
কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৮ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন আজ শনিবার সকালে শুরু হয়েছে। বার্ডের ময়নামতি মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার ওই সম্মেলন শেষ হবে।
এতে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো. ইসমাইল হোসেন। গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পিপিআরসির নির্বাহী সভাপতি ড. হোসেন জিল্লুর রহমান। গেস্ট অব অনার হিসেবে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শিকারা। সম্মেলনে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বার্ড পল্লী উন্নয়নে অসামান্য অবদান রেখে আসছে। বার্ডের উদ্ভাবিত নানা প্রকল্প সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে। দারিদ্র বিমোচনে, সমবায়ে, ক্ষুদ্র ঋণে, স্থানীয় সরকার বিভাগে বার্ডেও কাজ প্রশংসনীয়। বার্ডকে এখন গবেষণার চেয়ে প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও সুদূরপ্রসারি প্রকল্প নিতে হবে।
সম্মেলনে বিভিন্ন সেশনে নানা ধরনের প্রবন্ধ উপস্থাপন ও কর্মপন্থা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতি বছর এ সম্মেলন হয়ে থাকে।