নিজস্ব প্রতিবেদক
আগামী ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত এক ঘণ্টা করে কোম্পানীগঞ্জ সেতুর ওপর দিয়ে ভারি যানবাহন ট্রাক, বাস, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে সেতুর ওপর দিয়ে হালকা যানবাহন রিকশা, ভ্যান, অটোরিকশা, পিকআপ ভ্যান, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস গতি সীমিত রেখে সতর্কতার সঙ্গে চলাচল করতে পারবে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা সড়ক বিভাগাধীন কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) (এন-১০২) সড়কের ২৫তম কিলোমিটার এ বিদ্যমান কোম্পানীগঞ্জ সেতুর সংস্কার কাজ চলমান। সেতুটির ক্ষতিগ্রস্থ বিয়ারিং প্যাড পরিবর্তনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিয়ারিং প্যাড পরিবর্তনের সময় সেতুর গার্ডার হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে লিফটিং করা হবে। গার্ডার লিফটিং করে বিয়ারিং প্যাড পরিবর্তন কাজে সার্বিক নিরাপত্তার জন্য ভারি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, যাত্রীদের আগাম খবর দেয়ার জন্য ওই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
আগামী ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত এক ঘণ্টা করে কোম্পানীগঞ্জ সেতুর ওপর দিয়ে ভারি যানবাহন ট্রাক, বাস, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে সেতুর ওপর দিয়ে হালকা যানবাহন রিকশা, ভ্যান, অটোরিকশা, পিকআপ ভ্যান, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস গতি সীমিত রেখে সতর্কতার সঙ্গে চলাচল করতে পারবে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা সড়ক বিভাগাধীন কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) (এন-১০২) সড়কের ২৫তম কিলোমিটার এ বিদ্যমান কোম্পানীগঞ্জ সেতুর সংস্কার কাজ চলমান। সেতুটির ক্ষতিগ্রস্থ বিয়ারিং প্যাড পরিবর্তনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিয়ারিং প্যাড পরিবর্তনের সময় সেতুর গার্ডার হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে লিফটিং করা হবে। গার্ডার লিফটিং করে বিয়ারিং প্যাড পরিবর্তন কাজে সার্বিক নিরাপত্তার জন্য ভারি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, যাত্রীদের আগাম খবর দেয়ার জন্য ওই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।