নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানাছোয়া বাজারে একদল দুষ্কৃতকারী দিনদুপুরে অস্ত্র হাতে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এসময় ব্যবসায়ী মোহন শিকারীসহ চারজনকে কুপিয়ে নগদ ১০ লাখ টাকা এবং পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ব্যবসায়ী কানাছোয়া গ্রামের মোহন শিকারী (৪২), মোহন শিকারীর বাবা হারুন অর রশিদ শিকারী (৬৫), মোহন শিকারীর দোকান কর্মচারী হেলাল মিয়া (২৬) ও হৃদয় মিয়া (২৫)। তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে মোহন শিকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক সাজ্জাত হোসেন বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানাছোয়া বাজারে একদল দুষ্কৃতকারী দিনদুপুরে অস্ত্র হাতে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এসময় ব্যবসায়ী মোহন শিকারীসহ চারজনকে কুপিয়ে নগদ ১০ লাখ টাকা এবং পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ব্যবসায়ী কানাছোয়া গ্রামের মোহন শিকারী (৪২), মোহন শিকারীর বাবা হারুন অর রশিদ শিকারী (৬৫), মোহন শিকারীর দোকান কর্মচারী হেলাল মিয়া (২৬) ও হৃদয় মিয়া (২৫)। তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে মোহন শিকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক সাজ্জাত হোসেন বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।