২০-২৫ দিনের মিডিয়া কাভারেজে নেতা হয়েছেন ওরা

কুমিল্লায় ডাকসুর ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৯: ৪২
Thumbnail image

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি (সহসভাপতি) নুরুল হক নুর এনসিপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, ২০-২৫ দিনের মিডিয়া কাভারেজে নেতা হয়েছেন ওরা। কুমিল্লায় এসে দেখলাম অনেকের ছবি । আসিফের ছবির সঙ্গে কুমিল্লার সন্তান ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসানের নাম থাকলে আমি খুশি হতাম। নাজমুল মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা। দলমত নির্বিশেষে সবার কাছে তাঁর গ্রহণযোগ্যতা আছে।

আজ শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণঅভ্যুত্থানের জনআকাঙ্খা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহ। প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদেও সভাপতি নুরুল হক নুর। সভায় প্রধান বক্তা ছিলেন গনঅধিকার পরিষদেও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, কেন্দ্রীয় নেতা ফারুক হাসান, হাসান আল মামুন, আবদুস জাহের ও আবু হানিফ। কুমিল্লায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আবু হানিফ।

ভিপি নুরুল হক নুর বলেন,‘ গত ১৬ বছরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিরোধী দলের নেতারা বুকের রক্ত দিয়ে লড়াই সংগ্রাম করেছেন। ফ্যাসিবাদের পতন ঠেকাতে পারেনি। ফ্যাসিবাদের বন্দুকের মুখে জীবন দিয়ে হাসিনামুক্ত বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা। কোটা নিয়ে প্রথম আন্দোলন করেছি আমরা। গণঅধিকার পরিষদ কোন ধরনের অনিয়মে নেই। চাঁদাবাজিতে নেই।

তিনি বলেন, কুমিল্লার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। সেখানে বালু তোলার কারণে মানুষের বাড়িঘর নদীতে বিলীন হচ্ছে। প্রশাসন নির্বিকার।

তিনি আরও বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে কুমিল্লা সিটি করপোরেশন কাঙ্খিত লক্ষে পৌঁছতে পারেনি। অল্পবৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। আমরা ইতিহাস ঐতিহ্যের কুমিল্লাকে ঢেলে সাজাতে চাই।

ভিপি নুর বলেন, বাংলাদেশে নতুন ধারার রাজনীতি করতে হবে। ৫০ বছরের পুরানো রাজনীতি দিয়ে কিছু করতে পারে না। আগামী নির্বাচনে গণঅধিকার ৩০০ আসনে প্রার্থী দেবে। গতকাল বৃহস্পতিবার ৩৬ আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি। গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এই দলের প্রতীক ট্রাক।

পরে ভিপি নুর কুমিল্লার কয়েকটি আসনে জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দলের কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করেন।

এরপর তাঁরা কান্দিরপাড় এলাকায় পদযাত্রা মিছিল করেন। সমাবেশে কুমিল্লার ১৭ টি উপজেলা ও ১১ টি সংসদীয় আসন থেকে দলীয় নেতাকর্মীরা যোগ দেন। এদের বেশির ভাগই তরুণ ও ছাত্র।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত