বুড়িচংয়ে দোকানে মিলল টিসিবির ১৪৪২ লিটার তেল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১: ১০
Thumbnail image

কুমিল্লার বুড়িচংয়ে মুদি দোকানে অভিযান চালিয়ে ট্রেন্ডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৪৪২ লিটার তেল জব্দ করা হয়েছে। উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের কাউসারের মুদি দোকান থেকে বিপুল পরিমাণ এই তেল জব্দ করা হয়। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টিসিবির পণ্য মজুদ ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় উপজেলার আবিদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কাউসারের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৭৯ কার্টন ভর্তি ১৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। যার মূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, টিসিবির এই তেলগুলো কিভাবে ব্যবসায়ীর কাছে আসল, কোন ডিলারের বরাদ্দকৃত তেল এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া জব্দকৃত তেলগুলো নিয়ম অনুসারে বিতরণ করা হবে।

এ বিষয়ে ব্যবসায়ী কাউসার জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে ক্রয় করে বিক্রির জন্য তিনি এসব তেল মজুদ রেখেছিলেন।

অভিযানে টিসিবর পণ্য মজুদ ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে অভিযুক্তকে ২ হাজার টাকা জরিমানা ও তেলগুলো জব্দ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত