কুমিল্লা শিক্ষেোর্ড

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে জানা গেল তিনি করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৬: ৫৫
Thumbnail image

কুমিল্লায় করোনা আক্রান্ত এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

আজ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিন পরীক্ষার কেন্দ্রে আসার আগ মুহূর্তে কতৃপক্ষ জেনেছে তিনি করোনায় আক্রান্ত। জেলার চান্দিনা উপজেলায় চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ কেন্দ্রে করোনাভাইরাসে আক্রান্ত ওই শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এই শিক্ষার্থী থেকে যেন অন্য কারো মাঝে সংক্রমন না ছড়ায় তাই বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেয়া হচ্ছে বলে জানা গেছে। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থী চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা। চান্দিনায় পরিবারের সঙ্গে ভাড়া থাকেন। তিনি চান্দিনা মহিলা কলেজের শিক্ষার্থী।

নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হক বলেন, আমাদের পূর্বে জানানো হয়নি তিনি করোনা আক্রান্ত। আজ সকালে কেন্দ্রের সামনে এসে পরিবার আমাদের জানিয়েছে তিনি করোনা আক্রান্ত। পরে আমরা তাকে সব শিক্ষার্থী ঢোকার পর কেন্দ্রে প্রবেশ করাই। আমরা তাৎক্ষণিক আলাদা একটি কক্ষে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছি। সেখানে আলাদা পরিদর্শকও আছেন। পরিবার সূত্রে জেনেছি তিনি গত ১৫ জুন করোনা পরীক্ষা করিয়েছিলেন এবং গত ২২জুন করোনা পজিটিভ রিপোর্ট পান। সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বের হলে আমরা তাকে বের করবো। যেন সংক্রমন না ছড়ায় ব্যবস্থা করা হবে।

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখায় এসে কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, গত এসএসসি পরীক্ষার অভিজ্ঞতার পর্যালোচনায় এই এইচএসসি পরীক্ষায় নকল প্রতিরোধে শিক্ষার্থী এবং কেন্দ্র তত্ত্বাবধায়কদের প্রতি আগে থেকেই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নকলের মত অনিয়ম রোধে এবার কুমিল্লা বোর্ডে বাদ দেওয়া হয়েছে নিজস্ব ভেনু সেন্টারও। নকলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে শিক্ষার্থী ছাড়াও কেন্দ্র তত্ত্বাবধায়ক ও পরিদর্শকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব কথা বলেন তিনি ।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার সকাল ১০টায় ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছ। এর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৯২টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ এক হাজার ৭৫০ শিক্ষার্থী। তবে এ পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ঝরে পড়েছে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আছে ছয়টি জেলা- কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। এক লাখ ২৭ হাজার ১৯০ জন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি ২৫ হাজার ৪৪০ জন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত