নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে চাঁদাবাজি করার সময় আরিফুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম পাড়ারবন্দ গ্রামের জালাল উদ্দিনের ছেলে। আজ রোববার দুপুরে নৌপুলিশের একটি বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা উপজেলার পাড়ারবন্দ ব্রিজের দক্ষিণ পাশে নৌযান থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করছিলেন স্থানীয় আরিফুল ইসলাম। এ সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে নৌপুলিশ। অভিযান চলাকালে আরিফুলের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি ধারালো রামদা এবং চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। তবে চক্রের সঙ্গে জড়িত আরও সাত-আটজন পুলিশি অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মেঘনা নৌ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ‘নদীপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত আছে। যেই নৌপথে চাঁদাবাজি করবে তাঁকে আইনের আওতায় আনা হবে।
স্থানীয় নৌযান মালিক ও যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাঁঠালিয়া নদীপথে একটি সংঘবদ্ধ চক্র জেলেদের নৌকা ও মালবাহী ইঞ্জিনচালিত নৌযান থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে চাঁদাবাজি করার সময় আরিফুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম পাড়ারবন্দ গ্রামের জালাল উদ্দিনের ছেলে। আজ রোববার দুপুরে নৌপুলিশের একটি বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা উপজেলার পাড়ারবন্দ ব্রিজের দক্ষিণ পাশে নৌযান থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করছিলেন স্থানীয় আরিফুল ইসলাম। এ সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে নৌপুলিশ। অভিযান চলাকালে আরিফুলের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি ধারালো রামদা এবং চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। তবে চক্রের সঙ্গে জড়িত আরও সাত-আটজন পুলিশি অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মেঘনা নৌ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ‘নদীপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত আছে। যেই নৌপথে চাঁদাবাজি করবে তাঁকে আইনের আওতায় আনা হবে।
স্থানীয় নৌযান মালিক ও যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাঁঠালিয়া নদীপথে একটি সংঘবদ্ধ চক্র জেলেদের নৌকা ও মালবাহী ইঞ্জিনচালিত নৌযান থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।