কুমিল্লায় পরিবেশ দিবস পালন

বিশ্বে প্রতি বছর প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন হয়

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সিটি করপোরেশনের সব নালা, খালে প্লাস্টিক বর্জ্যে ভরা। পানি, কোমল পানীয় বোতল ও পলিথিন ফেলে খালগুলো ভরাট করা হয়েছে। প্লাস্টিক বর্জ্যের কারণে নগরের পরিবেশ দূষণ হচ্ছে। সামাজিক ও প্রশাসনিক সচেতনতায়ই প্লাস্টিক দূষণ রোধ করতে পারে। ব্যক্তি যদি প্লাস্টিক পণ্য নিয়ে সচেতন হোন, প্রশাসন যদি আন্তরিক হোন তাহলে পলিথিন ব্যবহার বন্ধ করা সম্ভব।

আজ বুধবার দুপুরে বিম্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যােগে ওই দিবস পালন হয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) পংকজ বড়ুয়ার সভাপতিত্বে ওই সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো আমিরুল কায়ছার।

সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশীর, অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) শামীম কুদ্দুস ভূঁইয়া , কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, বাপা কুমিল্লা অঞ্চলের সহসভাপতি বদরুল হুদা জেনু,সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, সাংগঠনিক সম্পাদক শাহজাদা এমরান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব।

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় ওই স্লোগান নিয়ে এবার দিবস পালন হয়।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল। সরকারি বন্ধ থাকায় এ বছর ২৫ জুন দিবসটি পালিত হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত