গনঅভ্যুত্থান দিবসে সচেতন রাজনৈতিক ফোরামের উদ্যোগে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

গনঅভ্যুত্থান দিবসে সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লার উদ্যোগে সকাল ১০ টায় গত বছর ৪ আগষ্ট কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সরকারি পেটোয়া বাহিনীর হাতে শহীদ পদুয়ার বাজার উত্তর রামপুর গ্রামের নবম শ্রেণির ছাত্র মাসুম মিয়া শহীদ হন। দেশের গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মাসুমের কবরে সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক ড. শাহ মো: সেলিম এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদের দাদা আয়াত আলী ও ছোট ভাই মাফুজ মিয়া উপস্থিতিতে অন্যান্যের মধ্যে কল্যান পার্টির কেন্দ্রীয় সহসভাপতি শহিদুর রহমান তামান্না, ভাসানী ন্যাপ নেতা মোহাম্মদ আলী কিসমত, সাংস্কৃতিক সংসদ এর সভাপতি আবুল কাসেম, নারীনেত্রী শাহানা হক, সাবেক ছাত্র নেতা রেজাউল করিম মেজবাহ, বৈষম্য বিরোধী ছাত্র নেতা রাসেল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। শহীদের দাদা ফাতেয়াসহ মোনাজাত পরিচালনা করেন।

সন্ধ্যা সাড়ে সাতটায় যুব ইউনিয়ন কার্যালয়ে দিবসের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান সমন্বয়ক ড. শাহ মোঃ সেলিম, পরিচালনা করেন বিপ্লব মজুমদার। শুরুতেই শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কুমিল্লায় আন্দোলনের স্মৃতি কথা তুলে ধরে বক্তব্য রাখেন সচেতন রাজনৈতিক ফোরাম সমন্বয়ক শেখ আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন , কল্যান পার্টির কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান তামান্না, রেজাউল করিম, ভাসানী ন্যাপ এর মো: আলী কিসমত, সাংস্কৃতিক সংসদ এর সভাপতি আবুল কাসেম, ইকবাল হোসেন, শিক্ষক রাহুল তারণ পিন্টু, সাবেক ছাত্র রেজাউল করিম মেজবাহ, যুবনেতা বোরহান উদ্দিন, সাংস্কৃতিক সংগঠক সেলিনা আক্তার।

আলোচনা শেষে গণসংগীত পরিবেশন করেন, সেফাল মজুমদার,নক্ষত্র চক্রবর্তী প্রমূখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত