কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ- অভ্যুত্থানে শহীদ মাছুমের কবরে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

আজ মঙ্গলবার সকাল নয়টায় কুমিল্লা নগরের উত্তর রামপুর এলাকায় শহীদ মাছুম মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে ওই পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক মাছুমের মাকে ফুল দিয়ে বরণ করেন। গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে মাছুম শহীদ হন।

পুষ্পস্তবক অর্পণের সময় মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক মুহম্মদ আখতার হোসাইন, বিএনপি নেতা মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

এদিকে ৫ আগস্ট দিনটি উপলক্ষে সরকারি ছুটি। দিনটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের কর্মসূচি করছে। বিভিন্ন রাজনৈতিক দল শোভাযাত্রা করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত