ভিক্টোরিয়া কলেজে ভর্তি পরীক্ষাদের পাশে বাঁধন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থী এবং অভিভাবকদের সার্বিক সেবা দিতে বাঁধন, কুভিক ইউনিট-বিভাগীয় জোন-২ 'হেল্প ডেস্ক' স্থাপন করেছে। কলেজের প্রশাসনিক ভবনের সামনের বাঁধন গেইটে এই আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এই সংগঠনটি।

বাঁধন সূত্রে জানা গেছে, হেল্প ডেস্কে ছিল তথ্য সেবা, স্যালাইন, পানি, মেডিকেল সেবা, হাল্কা খাবার (বিস্কিট পানি), প্যাড (ইমার্জেন্সি সেবা)। এছাড়াও বিশ্রামের জন্য বাঁধন অফিস উন্মুক্ত করে দেয় সংগঠনটির সদস্যরা।

বাঁধন বিভাগীয় জোন-২ এর কেন্দ্রীয় প্রতিনিধি ইমন হোসাইন বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার বাঁধন সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে সুনাম অর্জন করেছে। এই ধারা অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত