নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন অধ্যাপক মো. মনিরুল ইসলাম। গতকাল রোববার তিনি ওই পদে যোগদান করেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। কলেজের শিক্ষক ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। মনিরুলের বাড়ি নোয়াখালীর মাইজদীতে । আগের অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ গত ১২ ডিসেম্বর অবসরে যান।
এর আগে ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) শাখার তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই পদায়নের আদেশ দেওয়া হয়।
এদিকে লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাছানাত মো. মাহবুবুর রহমানকে কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়। কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুর রহমানকে সরিয়ে হাছানাতকে অধ্যক্ষ করা হয়। মো. নুরুর রহমানকে দাউদকান্দির গৌরিপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজে বদলি করা হয়। তবে আবুল হাছানাত মো. মাহবুবুর রহমান এখনও যোগদান করেননি। হাছানাতের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন অধ্যাপক মো. মনিরুল ইসলাম। গতকাল রোববার তিনি ওই পদে যোগদান করেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। কলেজের শিক্ষক ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। মনিরুলের বাড়ি নোয়াখালীর মাইজদীতে । আগের অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ গত ১২ ডিসেম্বর অবসরে যান।
এর আগে ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) শাখার তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই পদায়নের আদেশ দেওয়া হয়।
এদিকে লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাছানাত মো. মাহবুবুর রহমানকে কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়। কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুর রহমানকে সরিয়ে হাছানাতকে অধ্যক্ষ করা হয়। মো. নুরুর রহমানকে দাউদকান্দির গৌরিপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজে বদলি করা হয়। তবে আবুল হাছানাত মো. মাহবুবুর রহমান এখনও যোগদান করেননি। হাছানাতের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।