এবারও স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে

আমার শহর ডেস্ক
Thumbnail image

দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষেও ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে। আজ বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিল। পরীক্ষা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিরোধও দেখা দিয়েছিল।

এমতাবস্থায় আগামী শিক্ষাবর্ষেও (২০২৬) স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই লটারি বহাল রেখে ভর্তি নীতিমালা প্রকাশ করবে মন্ত্রণালয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত