কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটের মধ্যে সর্বশেষ অনুষ্ঠিত হওয়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে পাসের হার পাসের ৪৯ দশমিক ৭১।
আজ রোববার (২৭ এপ্রিল) বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলুসংক্রান্ত তথ্য জানান। পরীক্ষার্থীরা নিজেদের পূর্ণাঙ্গ ফলাফল দেখতে পাবেন আগামীকাল সোমবার।
এর আগে গত শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন মোট ২৩ হাজার ৭৯৩ জন আবেদনকারীর মধ্যে ১৬ হাজার ৭৫৮ জন পরীক্ষা দিয়েছেন। শতাংশ হিসাবে উপস্থিতির হার ৭০ দশমিক ৪৩। ‘বি’ ইউনিটে মোট ৪৪০টি আসন রয়েছে।
গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২২ এপ্রিল দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। আগামীকাল (২৮ এপ্রিল) সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিংকে ক্লিক করে ভর্তিুইচ্ছুকেরা স্বুস্ব প্যানেলে প্রবেশ করে তাঁদের ফল দেখতে পারবেন। ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ২৩ হাজার ৭৯৩ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৬ হাজার ৭৫৮ জন এবং উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৩৩২ জন। এর মধ্যে কলা ও মানবিকে ৬ হাজার ৮৫৬ জন, বিজ্ঞানে ১ হাজার ৫২ জন এবং ব্যবসাশিক্ষায় ৪২৪ জন। জিপিএ ছাড়া সর্বোচ্চ নম্বর কলা ও মানবিকে ৮৬ দশমিক ২৫, বিজ্ঞানে ৭০ দশমিক ২৫ এবং বিজনেস স্টাডিজে ৭২ দশমিক ৫০ পয়েছেন পরীক্ষার্থীরা। পাসের হার ৪৯ দশমিক ৭১। উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখা যাবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটের মধ্যে সর্বশেষ অনুষ্ঠিত হওয়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে পাসের হার পাসের ৪৯ দশমিক ৭১।
আজ রোববার (২৭ এপ্রিল) বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলুসংক্রান্ত তথ্য জানান। পরীক্ষার্থীরা নিজেদের পূর্ণাঙ্গ ফলাফল দেখতে পাবেন আগামীকাল সোমবার।
এর আগে গত শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন মোট ২৩ হাজার ৭৯৩ জন আবেদনকারীর মধ্যে ১৬ হাজার ৭৫৮ জন পরীক্ষা দিয়েছেন। শতাংশ হিসাবে উপস্থিতির হার ৭০ দশমিক ৪৩। ‘বি’ ইউনিটে মোট ৪৪০টি আসন রয়েছে।
গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২২ এপ্রিল দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। আগামীকাল (২৮ এপ্রিল) সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিংকে ক্লিক করে ভর্তিুইচ্ছুকেরা স্বুস্ব প্যানেলে প্রবেশ করে তাঁদের ফল দেখতে পারবেন। ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ২৩ হাজার ৭৯৩ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৬ হাজার ৭৫৮ জন এবং উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৩৩২ জন। এর মধ্যে কলা ও মানবিকে ৬ হাজার ৮৫৬ জন, বিজ্ঞানে ১ হাজার ৫২ জন এবং ব্যবসাশিক্ষায় ৪২৪ জন। জিপিএ ছাড়া সর্বোচ্চ নম্বর কলা ও মানবিকে ৮৬ দশমিক ২৫, বিজ্ঞানে ৭০ দশমিক ২৫ এবং বিজনেস স্টাডিজে ৭২ দশমিক ৫০ পয়েছেন পরীক্ষার্থীরা। পাসের হার ৪৯ দশমিক ৭১। উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখা যাবে।