কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন নভেম্বরে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন এ বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। রবিবার (১৮মে) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এনিয়ে দ্বিতীয় সমাবর্তনের সময় দুইবার পিছানো হলো। প্রথমবার গেল বছরের ২০ নভেম্বর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় সমাবর্তনে ঘোষণা দিয়েছিলেন।

দ্বিতীয়বার গুচ্ছ থেকে বের হয়ে যাওয়া এবং পোষ্য কোটা বাতিলের বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করলে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য অধ্যাপক ড. মো হায়দার আলী। এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ায় সমাবর্তন পিছিয়ে আগামী সেপ্টেম্বরে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সমাবর্তনের পরিকল্পনার জন্য উপ-উপাচার্যকে দায়িত্ব দেন।

গতকাল রবিবার (১৮মে) সমাবর্তনের আয়োজন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমাবর্তন পিছিয়ে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে করার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো হায়দার আলী বলেন, 'সমাবর্তনের অনুষ্ঠান যেহেতু দুপুরে দিকে হয়ে থাকে। সেপ্টেম্বরের ওই সময়টাতে বেশি গরম পড়ে। এজন্য আলোচনা শেষে আমরা সেপ্টেম্বর থেকে পিছিয়ে নভেম্বরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত