ভিসিটির ইফতারে সাবেকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) কুমিল্লার নজরুল ইনস্টিটিউটে মনোরম পরিবেশে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া কলেজ থিয়েরের পৃষ্ঠপোষক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ ও সংগঠনের প্রধান শিক্ষক উপদেষ্টা প্রফেসর জিতেন্দ্রনাথ তরফদার, সাবেক জেলা কালচারাল কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, বিখ্যাত নাট্যজন শাহজাহান চৌধুরী, আবৃতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মাহতাব সুমন, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল হাসানাত আজাদ ও কুমিল্লা কবি পরিষদের সভাপতি জনাব মুজিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি ইকরামুল হক ইথার, সাবেক সভাপতি ও বর্তমান নজরুল ইনস্টিটিউটের প্রধান কর্মকর্তা আলামিন হোসেন, সাবেক সভাপতি শাহাদাত হোসেন, দেলোয়ার হোসেন ও রিপন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, খাইরুল বাশার বাঁধন ও নূর হোসেন রাজিবসহ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কুমিল্লার বিভিন্ন নাট্য সংগঠনের নাট্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার এর বর্তমান সভাপতি মো. সাব্বির আহমেদ। পরবর্তীতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজন সমাপ্তি হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত