আমার শহর ডেস্ক

আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী, প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। কিন্তু করোনা মহামারির প্রভাব এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই সূচি বজায় রাখা সম্ভব হয়নি।
এবারও জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের কথা বিবেচনা করে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা এবং ফরম পূরণের কাজ শেষ হয়েছে। এখন চলছে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো মোটামুটি শেষের দিকে। যদি মাঠপর্যায় থেকে কোনো বিশেষ অনুরোধ আসে, তবে ফরম পূরণের জন্য হয়তো দু-একদিন সময় বাড়ানো হতে পারে।’
এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি আরও বলেন, ‘১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। আমরা আশা করছি এক থেকে দুই সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়াটি শেষ করে ফেলতে পারব।’
এদিকে শিক্ষকরা জানিয়েছেন, সংক্ষিপ্ত সিলেবাসের পরিবর্তে এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হলেও শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেয়েছে।
পরীক্ষায় প্রশ্ন ফাঁসসহ যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা বোর্ড সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহণ করছে।

আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী, প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। কিন্তু করোনা মহামারির প্রভাব এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই সূচি বজায় রাখা সম্ভব হয়নি।
এবারও জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের কথা বিবেচনা করে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা এবং ফরম পূরণের কাজ শেষ হয়েছে। এখন চলছে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো মোটামুটি শেষের দিকে। যদি মাঠপর্যায় থেকে কোনো বিশেষ অনুরোধ আসে, তবে ফরম পূরণের জন্য হয়তো দু-একদিন সময় বাড়ানো হতে পারে।’
এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি আরও বলেন, ‘১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। আমরা আশা করছি এক থেকে দুই সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়াটি শেষ করে ফেলতে পারব।’
এদিকে শিক্ষকরা জানিয়েছেন, সংক্ষিপ্ত সিলেবাসের পরিবর্তে এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হলেও শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেয়েছে।
পরীক্ষায় প্রশ্ন ফাঁসসহ যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা বোর্ড সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহণ করছে।