ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

১২ ক্যাডার কর্মকর্তার সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। রোববার (২ মার্চ) ভিক্টোরিয়া কলেজের অফিসিয়ালি কার্যক্রম বন্ধ রেখেছে শিক্ষকরা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও অফিসিয়াল কাজের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো খোলা রয়েছে। কিন্তু কর্মবিরতিতে সকল কার্যক্রম থেকে বিরত আছেন শিক্ষা কর্মকর্তারা। ফলে কলেজের কর্মচারীরাসহ বিভিন্ন ধরনের বিল উত্তোলন, প্রত্যয়ন, কলেজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের অনুমোদন আটকে গেছে। বিভিন্ন কাজের স্বাক্ষর না হওয়ায় ফেরত যাচ্ছে সেগুলো। শিক্ষার্থীরা সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, সারাদেশে আমাদের ১২ জন সহকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি। এই কর্মবিরতি যথাযথ পালনের জন্য আমরা সকল ধরনের কাজ থেকে বিরত আছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত