এসএসসির প্রায় ৭৬ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

কুমিল্লা শিক্ষাবোর্ড

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা শিক্ষাবোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ৩৫ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী। এতে ৭৫ হাজার ৮৭৭ টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন পাওয়া গেছে। আগামী ১০ আগস্ট রোববার ওই ফল ঘোষণা করা হবে। বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম এনালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক গতকাল বুধবার বিকেলে ওই তথ্য জানিয়েছেন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন আমার শহরকে বলেন, ১০ জুলাই কুমিল্লা শিক্ষাবোর্ডসহ সব বোর্ডেও এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর ১১ জুলাই থেকে পুনর্নিরীক্ষণ শুরু হয়েছে।

অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করেছেণ ৩৫ হাজার ৩৫১ জন। প্রতি পত্রের ফি ১৫০ টাকা। প্রতি বিষয় ফি ১৫০ টাকা। মোট ৭৫ হাজার ৮৭৭ টি পাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত