চান্দিনায় প্রাথমিক শিক্ষা অফিসার ও অবসরপ্রাপ্ত ১৪ জন শিক্ষককে সংবর্ধনা

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image
চান্দিনায় প্রাথমিক শিক্ষা অফিসার ও অবসরপ্রাপ্ত ১৪ জন শিক্ষককে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন।

কুমিল্লার চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও অবসরপ্রাপ্ত ১০ জন প্রধান শিক্ষক এবং ৪ জন সহকারী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার আয়োজনে গতকাল বুধবার বিকেলে চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানের বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো. আমির হোসেন পাটওয়ারী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রানী পোদ্দার, নূরজাহান আক্তার, মোহাম্মদ কামাল উদ্দীন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য শারমিন সুলতানার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কমল বকসী, চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছফিউল্লাহ, সিনিয়র যুগ্ম-সম্পাদক তাহসিনা আক্তার, নূরুল হক, সাংগঠনিক সম্পাদক একেএম নজরুল ইসলাম, সহ-সম্পাদক (মহিলা) কানিজ ফাতেমা, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-শিক্ষা সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত