কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে উপস্থিত ৭৬ শতাংশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিল ৭৬.৮৩ শতাংশ শিক্ষার্থী।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সি ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সূত্র মতে, 'সি' ইউনিটে ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিত ৭ হাজার ৬৪৬ ছিল জন। অনুপস্থিত ছিলেন ২৩০৬ জন। অর্থাৎ উপস্থিতির হার ৭৬.৮৩শতাংশ।

মো. মাহমুদ আনসারী নামের আরেক পরীক্ষার্থী বলেন, 'পরীক্ষার প্রশ্ন মানসম্মত ছিল। ভালোভাবেই পরীক্ষা দিয়েছি। সব মিলিয়ে ভালোই একটা অভিজ্ঞতা।'

পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, 'দু একটি কক্ষে সামান্য সমস্যা হলেও আমরা সফলভাবেই পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। সবার সহযোগিতায় আমাদের তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। সুষ্ঠুভাবে সব কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের পরীক্ষার মাধ্যমেই এ বছর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এরপর বিকেলে ‘এ’ ইউনিট ও ২৫ এপ্রিল বি ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে তা সমাপ্ত হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত