একাদশ শ্রেণিতে বিজ্ঞানে ভর্তির সুযোগ মিলবে ৪৫০ জনের

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১১: ৫২
Thumbnail image

এসএসসিতে সব বিষয়ে জিপিএ ৫ পেয়েও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ মিলবে ৪৫০ জনের। অন্য জিপিএ৫ প্রাপ্তদের ভর্তির সুযোগ নেই এই কলেজে। এ অবস্থায় জিপিএ৫ পেয়েও স্বস্তিতে নেই শিক্ষার্থী ও অভিভাবকেরা। শিগগিরই একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জানা গেছে, গত ১০ জুলাই কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে কুমিল্লা জেলা থেকে জিপিএ৫ পেয়েছে ৪ হাজার ২৮৫ জন। এর মধ্যে চার হাজার শিক্ষার্থীই বিজ্ঞানে জিপিএ৫ পেয়েছে। কুমিল্লা জেলার সেরা কলেজগুলোর মধ্যে প্রধান কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এ কলেজে একাদশ শ্রেণিতে মোট আসন সংখ্যা ১২০০। এর মধ্যে বিজ্ঞানে ৪৫০, ব্যবসায় শিক্ষা শাখায় ৪৫০ ও মানবিকে ৩০০।

এ বছর কুমিল্লা মডার্ন হাইস্কুল থেকে ৪৮০ জন, ইবনে তাইমিয়া স্কুল ও কলেজ থেকে ৩৮৪ জন, কুমিল্লা জিলা স্কুল থেকে ৩৪৪ জন, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৫১ জন, আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুল থেকে ৬০ জন, পুলিশ লাইন উচ্চবিদ্যালয় থেকে ৬৪ জন ও কুমিল্লা হাইস্কুল থেকে ৭০ জন জিপিএ৫ পেয়েছে। এদের মধ্যে ৯৫ শতাংশ বিজ্ঞানে জিপিএ৫ পেয়েছে। তাদের বেশিরভাগের পছন্দের কলেজ ভিক্টোরিয়া কলেজ।

এসএসসিতে বিজ্ঞানে সব বিষয়ে জিপিএ৫ পাওয়া কুমিল্লা জিলা স্কুলের এক শিক্ষার্থী বলেন, আমার দাদা, বাবা-চাচা সবাই ভিক্টোরিয়ার ছাত্র। আমি যদি চান্স না পাই তাহলে কষ্ট পাব।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁঞা বলেন, নীতিমালা মোতাবেক ভর্তি করানো হবে। এ কলেজে সবসময়ই ভর্তির চাপ থাকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত