কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চার বহিরাগতকে 'অপ্রীতিকর' অবস্থায় আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বহিরাগত চারজনকে 'অপ্রীতিকর' অবস্থায় আটক করেছে প্রক্টরিয়াল বডি। পরবর্তী পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিভাবক ডেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে সহকারী প্রোক্টর মামুন চৌধুরী কেন্দ্রীয় শহিদ মিনারে তাদের অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরবর্তীতে কোটবাড়ি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসলে অভিভাবকদের ডাকা হয়। অভিভাবকদের থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে দুইজন ছেলে এবং দুইজন মেয়ে ও চারজনই এসএসসি পরীক্ষার্থী এবং বলরামপুরের বাসিন্দা।

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, 'মাদক এবং অশালীনতার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে ছিলো এবং থাকবে। পাশাপাশি বহিরাগতদের বিষয়ে কঠোর অবস্থানে থাকবে। আশা করি ঈদের পর এমন পরিস্থিতি পুরোপুরি কমে যাবে।'

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত